বাংলাদেশ সভ্য সমাজ

আমাদের কর্মসূচীর উদ্দেশ্য ও পরিকল্পনা

আমরা “বাংলাদেশ সভ্য সমাজ” একটি অলাভজনক সামাজিক সংগঠন যারা একটি পূর্ণ গণতন্ত্রের (Full Democracy) বাংলাদেশ প্রত্যাশী যেখানে বাকস্বাধীনতা থাকবে, ব্যাক্তি স্বাধীনতা থাকবে, ধর্মীয় স্বাধীনতা থাকবে, ভিন্নমতে সহিষ্ণুতা, সুশাসন, সাম্য-মর্যাদা-সুবিচার থাকবে, আইনের শাসন থাকবে, জনগণের ক্ষমতায়ন থাকবে, কিন্তু দুর্নীতি, সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা ও ধর্ম নিয়ে মেরুকরণের রাজনীতি থাকবেনা।

আমরা আমাদের সংগঠনের সদস্য হিসেবে প্রত্যাশা করি তাদের, যারা আমাদের সংগঠনের জন্য বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করবেন। অর্থাৎ কোন পারিশ্রমিক নিবেন না।

কারা আমাদের গ্রুপের সদস্য হবেনঃ

সুশিক্ষিত, উদার, উন্নত চিন্তার অধিকারী এমন সৎ, আদর্শবাদী ব্যাক্তিকে আমাদের সংগঠনের সদস্য হিসেবে দেখতে চাই যিনি কারো ব্যাক্তিগত অনুভুতি ও মুল্যবোধকে আঘাত করে অহেতুক মন্তব্য করবেন না। আমাদের সদস্য হবেন এমন একজন ব্যাক্তি যিনি পূর্ণ গণতন্ত্রের (Full Democracy) বাংলাদেশ প্রত্যাশী, যিনি এমন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন যেখানে বাকস্বাধীনতা থাকবে, ব্যাক্তি স্বাধীনতা থাকবে, ধর্মীয় স্বাধীনতা থাকবে, সুশাসন, সাম্য-মর্যাদা-সুবিচার থাকবে, ভিন্নমতে সহিষ্ণুতা থাকবে, আইনের শাসন থাকবে, জনগণের ক্ষমতায়ন থাকবে, কিন্তু দুর্নীতি, সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা ও মেরুকরণের রাজনীতি থাকবেনা।

আমরা এমন ব্যাক্তিকে সদস্য হিসেবে চাই যিনি হবেন দুর্নীতিবিরোধী এবং যিনি দেশগড়া মাঝে জীবনের আনন্দ খুঁজে পান, যিনি মানবসেবার মাঝে মনের প্রশান্তি খুঁজে পান, যিনি এমন সমমনা লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করার জন্য একটি প্ল্যাটফর্ম বা উদ্যোগ হিসেবে আমাদের সংগঠনকে উপযুক্ত বলে মনে করেন।

আমাদের কর্মসূচীর উদ্দেশ্য ও পরিকল্পনা

“বাংলাদেশ সভ্য সমাজ” ইনিশিয়েটিভ হলো একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি যেখানে আমাদের ভিসন হলো ৩০ লক্ষ থেকে ৫০ লক্ষ বাংলাদেশিদের একটা নেটওয়ার্ক তৈরী করা যারা অক্ষরিক অর্থেই সৎ, ভদ্র, দেশপ্রেমিক, মধ্যবিত্ত, স্বচ্ছল, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও জনগনের ক্ষমতায়নের প্রতি শ্রদ্ধাশীল, আইনের শাসন মেনে চলতে প্রতিজ্ঞাবদ্ধ এবং অন্যায়ের প্রতিবাদী।

এবং পরবর্তী ধাপেঃ

১। আমাদের নিজস্ব একটি নেটওয়ার্ক হিসেবে এটিকে কার্যকর করতে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করে সম্পর্ক উন্নয়ন করা।

২। নেটওয়ার্ক এর সকল সদস্যদের সামাজিক ও সাংস্কৃতিকভাবে আরও কাছাকাছি নিয়ে আনা যেন আমাদের নেটওয়ার্কের অভ্যন্তরীণ ঐক্য, পারস্পরিক আস্থা এবং বন্ধনকে আরও সুদৃঢ় করা যায়।

৩। নেটওয়ার্ক এর সদস্যদের মাঝে আভ্যন্তরীণ ব্যবসা বানিজ্য ও অর্থনৈতিক কর্মকান্ডের প্রসার ঘটানো।
এবং

৪। নেটওয়ার্ক শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হলে আমাদের সকল সদস্যদের নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি স্বশাসিত প্রদেশ গঠন করা যেটি হবে একটি ইউটোপিয়া (Utopia) প্রদেশ যেখানে বাকস্বাধীনতা থাকবে, ব্যাক্তি স্বাধীনতা থাকবে, ধর্মীয় স্বাধীনতা থাকবে, যেখানে সুশাসনসহ পূর্ণ গণতন্ত্র বিরাজমান করবে এবং যেখানে সরকার পরিচালন ব্যবস্থা হবে উন্মুত্ত, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক।

এমন প্রদেশ গঠন করা সম্ভব না হলে আমাদের চুড়ান্ত লক্ষ্য একটি জাতীয় পর্যায়ের রাজনৈতিক দল গঠন করা।

এই গ্রুপে মেম্বার হতে হলে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। কোন ফৌজদারী মামলার আসামী/অভিযুক্ত হওয়া যাবে না।

আপনার এই যোগ্যতা সমুহ থাকলে ও প্রকৃত আগ্রহী হলে আপনার আপনার জেনুইন ফেসবুক প্রোফাইল এবং এনআইডি কার্ডের ফ্রন্টসাইডের ছবি,

অন্যান্য ডিটেইলসসহ আমাদের ইমেইল করুনঃ
join@bangladeshcivilsociety.com

অথবা আমাদের পেজে https://www.facebook.com/sovvosomajbd মেসেজ করুন।

আপনারা আমাদের গ্রুপে জয়েন হতে চাইলে রেগুলার পোস্ট কমেন্ট করতে হবে, আইডিয়া শেয়ার করতে হবে- কিভাবে আমরা ১০ লক্ষ সৎ, দেশপ্রেমিক বাংলাদেশিদের খুজে বের করে দেশ গড়ার কাজ শুরু করতে পারি, কিভাবে আমরা নতুন বাংলাদেশ বিনির্মান করতে পারি। আপনাদের কথা বলতে হবে। আওয়াজ দিতে হবে। আইডিয়া পোস্ট করতে হবে, কমেন্ট করতে হবে। সিরিয়াস হতে হবে।

Discover Our Inspiring Opportunities

This section describes the key features briefly.

Membership Benefits

Join a community of changemakers dedicated to a democratic future.

Volunteer Initiatives

Make a meaningful impact through our hands-on volunteer programs.

Education Support

Empowering individuals with resources for knowledge and growth.

Advocacy Programs

Championing equality and freedom through collective action.

Become a Member Today

Take the first step toward shaping a democratic and corruption-free Bangladesh by joining our community.

What does membership involve?

Explore detailed answers to help you navigate membership, values, and requirements with ease.

Who is eligible to join?

Educated, honest individuals with a passion for equality, democracy, and anti-corruption.

How do I apply for membership?

Submit your application and documents via email or our Facebook page.

Can I contribute if I’m not a member?

Yes, you can volunteer, donate, or participate in our events to support the cause.

Are members compensated for their work?

No, all work is voluntary and driven by a shared vision of a better Bangladesh.

Contact Us

This section provides contact details for easy communication.