Building a Better Bangladesh: Bangladesh Civil Society’s Vision

“বাংলাদেশ সভ্য সমাজ”- আমাদের লক্ষ্য হলো ৫০ লক্ষ থেকে ১ কোটি “ভালো বাংলাদেশী”দের একটা নেটওয়ার্ক তৈরী করা যারা অক্ষরিক অর্থেই সৎ, ভদ্র, মধ্যবিত্ত, স্বচ্ছল, আইনের শাসন মেনে চলতে প্রতিজ্ঞাবদ্ধ ও অন্যায়ের প্রতিবাদী, এবং তাদের নিয়ে রাষ্ট্রের সম্মতির ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে একটি স্বশাসিত প্রদেশ গঠন করা যেটি হবে একটি Utopia প্রদেশ। আপনার এই যোগ্যতা সমুহ থাকলে ও প্রকৃত আগ্রহী হলে আমাদের আপনার ডিটেইলসসহ আমাদের ইমেইল করুন।

Uniting Good Bangladeshis, Creating a Utopian Province

The Bangladesh Civil Society (বাংলাদেশ সভ্য সমাজ) is an ambitious nation-building initiative launched by the proposed non-profit organization, Change Maker Party Bangladesh aimed at creating a network and database of 5 to 10 million ‘Good Bangladeshis’. We are committed to building a self-governed utopian province within Bangladesh, where honesty, lawfulness, and justice prevail. This initiative seeks to unite citizens who share a common vision of integrity and civic duty, fostering a community that upholds the highest standards of ethical conduct. Through collaboration and collective action, the Bangladesh Civil Society Project aspires to transform societal norms and establish a model province that exemplifies the principles of good governance and social harmony.

Our Goals and Activities

Join us for a new transformative Bangladesh, connecting you with communities dedicated to fostering positive change. Learn, grow, and connect with inspiring individuals.

সাম্য ও সমতাভিত্তিক রাষ্ট্র নির্মাণ 

মৌলিক চাহিদা

প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা, উন্নতমানের বাড়ি ও পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা, সবার জন্য শিক্ষা ও সমান সুযোগের নিশ্চয়তা, সকল নাগরিকের সুচিকিৎসার অধিকার, নুন্যতম মজুরি, অর্থনৈতিক এবং সামাজিক সাম্যতা প্রতিষ্ঠা করা।

বাংলাদেশ বিনির্মাণ প্রকল্প

আইনের শাসন

আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাজনীতিতে মাফিয়াতন্ত্র, দুর্বৃত্তায়ন এবং সহিংসতাকে শূন্যের কাছাকাছি নামিয়ে আনা। সিভিল সোসাইটির সকল সদস্যবৃন্দ কর্তৃক ডিজিটাল গনভোটের দ্বারা কোন অনুমোদিত আইনের যেকোন ধারা পরিবর্তনের মাধ্যমে জনগনের ক্ষমতায়নকে সুনিশ্চিত করা।

নিজস্ব সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক পরিচয় সৃষ্টি

আলোকিত যুগ

যে মহান উদ্দেশ্যে ইউরোপে “Age of Enlightenment” এর সুচনা হয়েছিল সেই উদ্দেশ্যে বাংলাদেশি মুসলমান এবং বাংলাদেশি নাগরিকদের জন্য, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, সমাজ ও মানুষের জন্য উপযোগী “আলোকিত যুগ” সৃষ্টির প্রকল্প গ্রহন করা। এনলাইটমেন্ট প্রজেক্টের মাধ্যমে বিশ্বমানের বিজ্ঞানী, গবেষক, দার্শনিক, Entrepreneur (উদ্যোক্তা), রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, অধিকার কর্মী, চিন্তক, তাত্বিক, লেখক, সাহিত্যিক, চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তৈরিতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা।

সিভিল সোসাইটিকে রাজনীতিতে অন্তর্ভুক্তিকরণ

চেঞ্জ মেকার পার্টি

রাজনীতিতে পরমসহিষ্ণুতা (tolerance) নিশ্চিত করা এবং অহিংস আন্দোলনের পুনঃপ্রবর্তন করা। শিক্ষিত সুনাগরিকদের জন্য রাজনীতিতে স্পেস সৃষ্টি করার নিমিত্তে প্রয়োজনীয় রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা। এনলাইটমেন্ট প্রজেক্টের মাধ্যমে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের এবং শিক্ষিত/অশিক্ষিত শান্তিপ্রিয় মানুষদের গণতান্ত্রিক মুল্যবোধ সম্পর্কে সচেতন করা। সিভিল সোসাইটির সদস্যদের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণে একটি সংগঠন হিসেবে চেঞ্জ মেকার পার্টিকে সুপারিশ করা।

Empower Bangladesh, Create Utopia – Join Our Movement

Join Bangladesh Civil Society (বাংলাদেশ সভ্য সমাজ) and create a utopia. Together, we inspire integrity and empower the enlightenment.

  • যুক্তি ও জ্ঞান-ভিত্তিক সমাজ
  • জনগনের ক্ষমতায়ন
  • ন্যায় বিচার ও আইনের শাসন
  • ব্যাক্তি স্বাধীনতা এবং মানবাধিকার
  • বাকস্বাধীনতা (freedom of speech)

Connect with Bangladesh Civil Society: Building a Better Future Together

Dhaka, Bangladesh

+8801852646910

join@bangladeshcivilsociety.com

আপনার নিম্নলিখিত যোগ্যতাসমুহ থাকলে ও প্রকৃত আগ্রহী হলে আপনার এনআইডি কার্ড এর কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য ডিটেইলসসহ আমাদের ইমেইল করুনঃ join@bangladeshcivilsociety.com অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুনঃ https://www.facebook.com/bangladesherasha

যোগ্যতাসমুহঃ “বাংলাদেশ সভ্য সমাজ” এর মেম্বার হতে হলে আপনাকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধের উপর শ্রদ্ধাশীল হতে হবে। আমাদের প্রস্তাবিত প্রদেশে আপনাকে আমাদের সাথে পারমানেন্টলি সেটেল্ড হবার বাধ্যবাধকতায় রাজি থাকতে হবে। অন্তত ২০ লক্ষ টাকার নিজস্ব সম্পদ থাকবে হবে যেন আপনি ওই প্রদেশে নিজের খরচে চলতে পারেন। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। কোন ফৌজদারী মামলার আসামী/অভিযুক্ত হওয়া যাবে না।

What kinds of core values does Bangladesh Civil Society hold?

সামাজিক সাম্য, ভিন্নমতে পরমসহিষ্ণুতা, সহনশীলতা, সুশাসন, শাসিতদের সম্মতি (বা জনগনের ম্যান্ডেট), ভোটের অধিকার, জীবন ও স্বাধীনতার অধিকার, বঞ্চনা-বৈষম্যমুক্ত বহুত্ব-ভিত্তিক সমাজ, বৈচিত্রময় এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ, সংখ্যালঘুদের অধিকার এবং সকল ব্যাক্তির ধর্মীয় স্বাধীনতা।


What is the main idea of Bangladesh Civil Society?

“বাংলাদেশ সভ্য সমাজ” বলতে কোন বিশেষ মতাদর্শের বুদ্ধিজীবী বা এনজিও গোষ্ঠীকে বোঝানো হচ্ছে না। বাংলাদেশ সিভিল সোসাইটি সদস্য হলেন বাংলাদেশের সকল শিক্ষিত সুনাগরিকবৃন্দ যারা সংখ্যায় কোটিরও উপরে, যারা জনগণের ক্ষমতায়ন, ন্যায়বিচার এবং আইনের শাসনে প্রতিজ্ঞাবদ্ধ।


what kind of democratic attributes Bangladesh Civil Society expect from its members and supporters?

যারা রাজনীতি, ধর্মসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে পরমসহিষ্ণুতা (tolerance) কে হৃদয়ে ধারন করেন। যারা সব ধরনের সহিংসতার বিরুদ্ধে। যাদের বিরুদ্ধে কোন আদালতে বা থানায় কোন ফৌজদারি অপরাধের অভিযোগ নেই, যারা সকল ক্ষেত্রে নিজেরা আইন মেনে চলেন, অন্যকেও মেনে চলতে উৎসাহিত করেন। যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী।

Explore Our Core Initiatives

Join Bangladesh Civil Society for a transformative journey that distinguishes us.

Building Strong Communities

“বাংলাদেশ সভ্য সমাজ” ইনিশিয়েটিভ এর লক্ষ্য হলো ৫০ লক্ষ বাংলাদেশী সদস্য সংগ্রহ করা এবং একটি ডাটাবেজ তৈরি করা।

Promoting Digital Democracy

একটি ডিজিটাল ব্যবস্থা সেখানে আমরা ডিজিটাল গনভোটের মাধ্যমে যেকোন আইনের ধারা পরিবর্তন করতে পারবো।

Empowering Through Organization

Bangladesh Civil Society ইনিশিয়েটিভ একটি সংগঠনকে সুপারিশ করে যার নাম চেঞ্জ মেকার পার্টি।

Supporting the Change We Need

একটি অন্তর্ভুক্তিমূলক আদর্শ রাজনৈতিক ব্যবস্থা এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসন ব্যবস্থাকে আমরা সমর্থন করি।